এফএনএস বিদেশ: স্পেন ও ব্রাজিল গত শুক্রবার এই প্রথম তাদের দেশে মাঙ্কিপক্সজনিত মৃত্যুর কথা জানিয়েছে। আফ্রিকার বাইরের দেশে দ্রুত ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সজনিত এটি প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি ও সমন্বয় কেন্দ্র জানায়, এ ভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম দেশ হচ্ছে স্পেন। দেশটিতে ৪,২৯৮ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। ওই কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, ‘হাতে আসা তথ্য অনুযায়ী, ৩,৭৫০ মাঙ্কিপক্স রোগির মধ্যে ১২০ (৩.২ শতাংশ) জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং একজন মারা যান।’ এদিকে গত শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্রাজিলে ৪১ বছর বয়সী এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ব্যক্তি ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্ততে বৃহস্পতিবার মারা যান। এ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।’ ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশে প্রায় ১,০০০ মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশ সাও পাওলো ও রিওডি জেনিরোর বাসিন্দা। এ রোগের উপসর্গের মধ্যে রয়েছে অতি মাত্রার জ¦র, লসিকাগ্রন্থি স্ফীত হওয়া এবং শরীরে চিকেনপক্সের মতো র্যাশ দেখা দেয়া। বিশ্বের অনেক দেশে মাঙ্কিপক্স দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শনিবার বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত জরুরি বার্তা জারি করেছে। সংস্থাটি জানায়, গত মে মাসের শুরু থেকে আফ্রিকার বাইরে সারাবিশ্বে ১৮,০০০’র বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।