এফএনএস স্পোর্টস: নতুন অধিনায়ক মিচেল মার্শের অধীনে গত বিশ^কাপের পর প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামছে অস্ট্রেলিয়া। আজ বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে অসিরা। দুই দলেরই লক্ষ্য নিজেদের প্রমান করতে সিরিজ জয়। ডারবানে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া অ্যারন ফিঞ্চের জায়গায় শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত হন মার্শ। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ^কাপের জন্য পাকাপোক্তভাবে দলের নেতৃত্ব ভার মার্শের কাঁধেই তুলে দেয়ার পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। প্রথম সিরিজ স্মরনীয় করে রাখতে বদ্ধ পরিকর অধিনায়কত্ব পাওয়া মার্শ বলেন, ‘অধিনায়কত্ব বড় দায়িত্ব। দলের জন্য নিজেদের সেরাটা দিয়ে সর্বাত্মক চেষ্টা করবো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে অধিনায়কত্বের শুরুটা স্মরনীয় করে রাখতে চাই।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ক্যামেরন গ্রিন। বিশ^কাপকে মাথায় রেখে প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন তারা। এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে চার নতুন মুখ- ডেওয়াল্ড ব্রেভিস, ডনোভান ফেরেরা, ম্যাথু ব্রিজকি ও জেরাল্ড কোয়েটজি। এদের মধ্যে ২০২২ সালের যুব বিশ^কাপে নজর কাড়া পারফরমেন্স করেছেন ব্রেভিস। ঐ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এছাড়াও বিশে^র বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগসহ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডের মালিক ব্রেভিস। টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, কাগিসো রাবাদা ও এনরিচ নর্টির মত তারকারা। তবে বিশ^কাপকে সামনে রেখে ওয়ানডে সিরিজে প্রোটিয়া জার্সিতে মাঠে নামবেন তারা। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়া দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ সুস্থ হয়ে দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম বলেন, ‘গত মার্চে সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারিনি আমরা। জয়ের ধারায় ফিরতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স করতে চাই।’ এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ১৪টিতে জয় দক্ষিণ আফ্রিকার, ৮টিতে অস্ট্রেলিয়ার।
দক্ষিণ আফ্রিকা দল : এইডেন মার্করাম (অধিনায়ক), তেম্বা বাভুমা, ম্যাথিউ ব্রিজকি, ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেরা, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস ও রসি ভ্যান ডার ডুসেন।
অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, গেøন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মার্কুস স্টয়নিস ও এডাম জ্যাম্পা।