এফএনএস স্পোর্টস: প্রথম ডেলিভারি ওয়াইড। বল চলে গেল বাউন্ডারিতেও। বৈধ কোনো ডেলিভারি হওয়ার আগেই তাই রান হয়ে গেল পাঁচটি। সেই হতাশা ভুলিয়ে দিতে একটুও সময় নিলেন না শাহিন শাহ আফ্রিদি। ওই ওভারেই দলকে উইকেটের উচ্ছ¡াস এনে দিলেন চার দফায়! কিন্তু পাকিস্তানি ফাস্ট বোলারের অমন বিধ্বংসী শুরুর পরও শেষ পর্যন্ত জিততে পারল না তার দল নটিংহ্যামশায়ার। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বøাস্টের ম্যাচটি ২ উইকেটে জিতে নেয় বার্মিংহাম বিয়ার্স। ট্রেন্ট ব্রিজে শুক্রবার টম মুরসের ৪২ বলে ৭৩ রানের ইনিংসে নটিংহ্যামশায়ার ২০ ওভারে তোলে ১৬৮ রান। বার্মিংহামের পাকিস্তানি পেসার হাসান আলি নেন ২৫ রানে ৩ উইকেট, ইংলিশ বাঁহাতি রিস্ট স্পিনার জেইক লিন্টট ২৭ রানে নেন ৩টি। রান তাড়ায় নেমে আফ্রিদির তোপের সামনে পড়ে যায় বার্মিংহাম। ওয়াইড দিয়ে শুরু করলেও এরপর ছুড়তে থাকেন একের পর এক গোলা। ওয়াইডের পরের বলেই দুর্দান্ত এক ইনসুইঙ্গিং ইয়র্কার করেন, যেটির কোনো জবাব পাননি ব্যাটসম্যান অ্যালেক্স ডেভিস। ডিফেন্স করতে গিয়ে ভ‚পাতিত হন তিনি, বল ছোবল দেয় পায়ে। এলবিডবিøউ হয়ে ফেরেন ইংলিশ ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান ক্রিস বেঞ্জামিন প্রথম বলেই চেষ্টা করেন প্যাডল-স্কুপ খেলার। কিন্তু আরেকটি ইনসুইঙ্গিং ইয়র্কারে উড়ে যায় তার বেলস। পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। পঞ্চম বলে আবার উইকেট। এবার ড্রাইভ করেন বাঁহাতি ড্যান মুজলি। খুব কাছেই শর্ট কাভারে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন অলিভার স্টোন। পরের বলটি ইয়র্কারের মতো নিচু ফুল টস। ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করেন অ্যাড বার্নার্ড। উপড়ে যায় তার অফ স্টাম্প। আফ্রিদি তখন বাঁধনহারা উদযাপনে ছুটে চলেছেন। তাকে ছুঁতেই পারছিলেন না সতীর্থরা। কিন্তু ওই ধাক্কা সামলেও ম্যাচে ফেরে বার্মিংহাম। চার উইকেট পড়ার পর ক্রিজে গিয়েই ছক্কা ও চার মারেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গেøন ম্যাক্সওয়েল। ১২ বলে ১৯ রানের ক্যামিও খেলেন তিনি। ওপেনার রব ইয়েটস ৫ ছক্কায় করেন ৪৬ বলে ৬৫। পরে জ্যাকব বেথেলের ২১ বলে ২৭ ও লিন্টটের ২২ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতে জিতে যায় বার্মিংহাম। প্রথম ওভারে চার উইকেটের পর আর উইকেটের দেখা পাননি আফ্রিদি। চার ওভারে রান দেন ২৯। নটিংহ্যামশায়ারের পেসার অলিভার স্টোন চোট কাটিয়ে ফেরার ম্যাচে ¯্রফে তিন বল করে আবার বাইরে ছিটকে যান। ভুগতে হয় তার দলকে। ম্যাচ শেষে আফ্রিদি বললেন, নিজের পারফরম্যান্সে খুশি হলেও দলের হারে তিনি হতাশ। “প্রথম ওভারটি ভালো ছিল। ক্যারিয়ারে প্রথমবার প্রথম ওভারে চার উইকেট নিলাম। তবে জিততে পারলে আরও ভালো হতো আমার জন্য ও দলের জন্য। দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। আমরা জিততে চেয়েছিলাম। তবে বৃষ্টির পর শেষ দিকে ওরা ভালো খেলেছে।” “সত্যি বলতে, এখানে দর্শক সমর্থন দারুণ। আমি যখন বল হাতে ছুটছিলাম, মনে হচ্ছিল যে পাকিস্তানেই খেলছি। একইরকম মনে হয়েছে। এখানে খুব ভালো সময় কাটছে সতীর্থদের সঙ্গে। সবাই মিলে পরিবারের মতো আছি। ভালো লাগছে।”