কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব আবারো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর নির্বাচকমন্ডলী উপজেলার প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর জরিপ করে তাকে উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। এর আগে তিনি খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালে ২০০০ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে তিনি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন এবং ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এদিকে তিনি বিগত ২০১২ সালে কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে অধিকাংশ পাবলিক পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। সর্বশেষ ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৫ম, ৭ম, ৩৫তম, ও ৪২ তম স্থান অধিকার করে। এ ছাড়া তিনি প্রধান শিক্ষক হিসেবে একজন দক্ষ ব্যবস্থাপক, চরিত্রবান, ব্যক্তিত্ববোধ, সৎ ও সুনাম সম্পন্ন ব্যক্তি হিসেবে সকলের কাছে সুপরিচিত। তিনি যতদিন এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ততদিন পর্যন্ত যেন এভাবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অবসরে যেতে পারেন তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।