শিবপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেনের মটর সাইকেল প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আগরদাড়ী ও শিবপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে সোমবার বিকালে আবাদের হাটে জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা গোপাল চন্দ্র ঘোষালের সভাপতিত্বে ও শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেমের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলেীগের সভাপতি মেখ আব্দুর রশিদ, শিবপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ।