শিবপুর প্রতিনিধি \ সোমবার রাত্রে সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট বাজারে বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে বাজার চাঁদনীতে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিলন হোসেন কবির, আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের উপদেষ্টা গোপাল চন্দ্র ঘোষাল, আগরদাঁড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সাঃ সম্পাদক তাপস কুমার আচ্যার্য, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, শামছুর রহমান, মোঃ মজনু আলী গাজী প্রমূখ। আলোচনা শেষে ৫ জন নিরাপত্তা প্রহরীদের মাঝে পোষাক, লাইট নিয়োগপত্র প্রদান করা হয়।