লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন মোহাম্মদ শামি। চোটের সাথে দীর্ঘসময় ধরে লড়াই করছেন এই পেসার। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আবারও চোটে পড়েছেন শামি। ফলে অস্ট্রেলিয়া সিরিজের শেষ দুই টেস্টেও খেলা হচ্ছে না তার। গত ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন মোহাম্মদ শামি। ওই টুর্নামেন্টে তাকে খেলতে হয় বিশেষ ইনজেকশন নিয়ে। ফেব্রুয়ারিতে ডান অ্যাঙ্কেলে অস্ত্রোপচার হয় তার। চোট কাটিয়ে দীর্ঘদিন পর গতমাসে রঞ্জি ট্রফি দিয়ে মাঠের ক্রিকেটে ফেরেন তিনি। ধারণা করা হচ্ছিল চোটমুক্ত থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরবেন এই পেসার। তবে নতুন করে হাঁটুর চোটে পড়ায় আপাতত মাঠে ফেরা হচ্ছে না তার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, পুরোপুরি ফিট নন শামি। অ্যাঙ্কেলের সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠলেও বোলিংয়ের চাপের কারণে বাঁ হাঁটু ফুলে গেছে ৩৪ বছর বয়সী ক্রিকেটারের। বিসিসিআইয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, “রঞ্জি ট্রফির ম্যাচে মধ্য প্রদেশের বিপক্ষে বাংলার হয়ে শামি ৪৩ ওভার বোলিং করেছে। তারপর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (টি—টোয়েন্টি টুর্নামেন্ট) বাংলার ৯ ম্যাচের সবকটিতে সে খেলেছে, সেখানে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে বাড়তি বোলিং সেশনও করেছে। বোলিংয়ের চাপের কারণেই তার বাঁ হাঁটু হালকা ফুলে গেছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলাভাব স্বাভাবিক।”আরো জানানো হয় হাঁটুর চোট সারতে সময় লাগবে তার। তাই চলমান বোর্ডার—গাভাস্কার ট্রফিতে খেলা হচ্ছে না তার। পর্যবেক্ষণ করার পর বিসিসিআইয়ের চিকিৎসক দলের মনে হয়েছে, তার সেরে উঠতে আরও সময় লাগবে। তাই বোর্ডার—গাভাস্কার ট্রফির বাকি দুইটি টেস্টে তাকে বিবেচনা করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়নি। প্রথম টেস্টে ভারতের দারুণ জয়ের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিবাঁধায় ড্র হয় তৃতীয় টেস্ট। ফলে সিরিজে এখন ১—১ সমতায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট।