এফএনএস স্পোর্টস: নতুন করে আরও এক মেয়াদের জন্য বিনা প্রতিদ্ব›িদ্বতায় উয়েফার সভাপতি নির্বাচিত হয়েছেন আলেক্সান্দার সেফেরিন। আজ বুধবার লিসবনে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই সেফেরিনের সভাপতির পদ ধরে রাখার ঘোষণা এসেছে। ২০১৬ সালে মিশেল প্লাতিনির পদ হারানো পর ৫৫ বছর বয়সী ¯েøাভেনিয়ান আইনজীবী সেফেরিন উয়েফার সভাপতি নির্বাচিত হন। পর্তুগালের রাজধানী লিসবনে উয়েফার কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ আগে জিয়ান্নি ইনফ্যান্তিনোও বিনা প্রতিদ্ব›দ্বীতায় ফিফার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ইনফ্যান্তিনোর সঙ্গে বিভিন্ন বিষয়ে সেফেরিনের মত পার্থক্য যেন নিয়মে পরিণত হয়েছে। অতি স¤প্রতি চার বছরের জায়গায় দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনে ফিফার প্রস্তাবের বিপক্ষে প্রথম সরব হয়ছিলেন উয়েফা প্রধান। পরবর্তীতে ইনফ্যান্তিনো সেই প্রস্তাব থেকে সরে আসেন। কিন্তু বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগের প্রস্তাব এখনো শেষ হয়ে যায়নি। শীর্ষ তিন ইউরোপিয়ান ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনো সেই প্রকল্পের প্রতি নিজেদের অনড় অবস্থানে টিকে রয়েছে। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে ইতোমধ্যেই উয়েফা ও ফিফার বিরুদ্ধে একটি মামলা শুরু হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই দুই সংস্থা তাদের শক্তি খাটিয়ে ক্লাবগুলোকে নিষিদ্ধের হুমকি দিয়েছে এবং খেলোয়াড়দের আগ্রহকে খাটো করে দেখেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারেও চ‚ড়ান্ত রায় জানা যাবে। ক্লাবগুলোর জন্য নতুন ফিন্যানশিয়াল ফেয়ার প্লে আইন প্রবর্তনের পরিকল্পনায় এই মুহূর্তে বেশি গুরুত্ব দিচ্ছেন সেফেরিন। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট পরিবর্তনের বিষয়টি প্রায় চ‚ড়ান্ত করে ফেলেছেন। ২০২৪ সালে ৩২ দলের পরিবর্তে ৩৬ ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে গ্রæপ পর্ব।