স্টাফ রিপোর্টার ঃ আবারও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। গতকাল খুলনা রেঞ্জ ডিআইজির কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএমকে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পদক তুলে দেন। জানাগেছে, সাতক্ষীরার আইন শৃঙ্খলা রক্ষা, মাদকউদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল সহ জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন। ইতোপূর্বেও তিনি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামানকে শ্রেষ্ঠ সার্কেল এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ ইনচার্জের পদক ও সার্টিফিকেট তুলেদেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ ইতিপুর্বে ২য় বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) জয়দেব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো: হাসানুজ্জামান সহ খুলনা রেঞ্জ কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার এবং খুলনা রেঞ্জাধীন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বৃন্দ।