শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪

দৃষ্টিপাত রিপোর্ট ॥ মাসব্যাপী ভয়াবহ তাপদাহের পর আকাশে মেঘ জমে, শুরু হয় বৃষ্টিপাত। সারাদেশে তিন/চার দিন যাবৎ বৃষ্টিপাতের কল্যানে আবহাওয়া সহনশীল পর্যায়ে আসলেও আবারও শুরু হয়েছে তাপদাহ। দেশেরসর্বত্র ছড়িয়ে পড়েছে তাপদাহ। অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম, প্রখর সূর্য তাপে পুড়ছে মাঠ ঘাট। বিবর্ণ হচ্ছে শয্যক্ষেত,সবজি বাগান, চিংড়ী উৎপাদনে ঘটছে ছন্দপতন, প্রচন্ড তাপে সাদা প্রজাতির মাছ মরছে। জনজীবনে নেমে এসেছে অস্থিরতা,সর্বত্র হ্যাঁস ফ্যাঁস অবস্থান বিরাজ করছে। কয়দিন সহনীয় আবহাওয়ার সাথে সম্পৃক্ততা যতটুকু স্বস্তি সুখ জনজীবন অনুভব এবং উপভোগ করেছিল বর্তমানের তাপদাহ সে অপেক্ষা অধিকতরঅস্বস্তিকে স্পর্শ করেছে। গতকাল দেশের অন্যঅন্য স্থানের ন্যা সাতক্ষীরার তাপমাত্রা ও পথে ঘাটে, হাট বাজারে জনসাধারনের উপস্থিতি ছিল যৎসামান্য যে কারনে চিরচেনা, কর্মব্যস্তজেলা শহর সাতক্ষীরা জেলা অনেকটা অচেনা,ভ্যান রিক্সা, ইজিবাইক আর মহেন্দ্রের চলাচলছিল যৎ সামান্য। শহরের পরিচিত কোলাহল আর যানজট চোখে পড়েনি। ইলেকট্রনিক ফ্যান, সোলার ফ্যান এবং সোলার প্যানেলের দোকান গুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রচন্ড তাপদাহের কবলে পড়ে কায়িক শ্রমে নিয়োজিতরা মাঠে ঘাটে, মৎস্য ঘেরে সবজি কল্যানে কাজ করতে পারেনি আর প্রভাব তাদের জীবন যাত্রায় পড়েছে। দুরদূরান্ত হতে পণ্য আনা নেওয়া ক্ষেত্রেও তৎপরতা ছিল অনেকাংশে কম। তিন/চার দিনের তাপদাহেপুকুরের পানি পুনরায় হ্রাস পাচ্ছে। পুকুরগুলো গোসলের অনুপযুক্ত হয়ে পড়েছ। পানিরস্তর অর্থাৎ লেয়ার নিচে নেমে যাওয়ায় ডিপটিউব ওয়েল ও সেচযন্ত্র কাঙ্খিত পানি সরবরাহ ব্যাঘাত ঘটছে। প্রচন্ড গরমের কারনে তাপবাহিত তথা গরম জনিত রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, মাথা ব্যথা, ছর্দি, কাশি, অ্যালার্জি, এ্যাজমা, শাসকষ্ট চোখ দিয়ে পানি ঝরা,চোখে অন্ধকার দেখা সহ বিভিন্ন ধরনের রোগ বালাই ছড়িয়ে পড়ছে। গতকাল সাতক্ষীরা সদর হাসপাতাল এর জরুরী বিভাগ সহ টিকিট কাউন্টার পরিদর্শনে দেখাগেছে গরমজনিত নানান ধরনের রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে চিকিৎসার জন্য। প্রচন্ড তাপদাহের স্পর্শে কোন ভাবে আসা সঙ্গত নয় কারন মানবদেহের ধারনক্ষমতা অপেক্ষা তাপ শরীর স্পর্শ করলে হিটস্ট্রোকের ঝুকি থেকেই যাচ্ছে। বিধায় তাপ এবং প্রখর সূর্যতাপ থাকা অবস্থায় কোন অবস্থাতেই ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নিতান্তই প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই সঙ্গী হিসেবে ছাড়া রাখা বাঞ্জনীয়। গরমের এই সময় গুলোতে কোন অবস্থাতেই ভারী পোষাক পরিধান না করে সুতি ঢিলে ঢালা পোষাক ব্যবহার করাই স্বাস্থ্য সম্মত। তাপদাহকে মোকাবিলা করনে খাওয়া দাওয়া ও জীবন যাত্রায় গতানুগতিক পন্থা পরিহার করে তাপদাহের কবল হতে রক্ষা পাওয়অ সম্ভব।দিনের বেলায় ঘরের জানালা খোলা না রেখে বন্ধ রাখাই শ্রেয়। কারন গরমের আবহ ঘরে প্রবেশ করে ঘরের পরিবেশ অস্বস্থি করে তোলে। মসলাযুক্ত এবং ভারী খাবার পরিহার করাই উত্তম। গরমের এই সময় গুলোতে বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষযত্নশীর আবশ্যক। ঘনঘন পানি পান করা জরুরী। অতিরিক্ত ঠান্ডা পানি পান করার পরিবর্তে সহনীয় ঠান্ডা পানি পান করতে হবে। আবহাওয়া দপ্তর স্বাভাবিক আবহাওয়ার বিষয়ে কোন সুখবর দিতে পারছে না। কয়েকদিন যাবৎ এমন তাপদাহ বিরাজ করতে পারে। ভয়ানহ তাপদাহের সময়গুলোতে সতর্ক এবং সহনশীল পরিবেশে অবস্থান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com