মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

আবারও শীর্ষে ফিরলেন রুট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে মার্নাস লাবুশেনের ছয় মাসের রাজত্ব শেষ হয়ে গেল। এজবাস্টন টেস্টের দারুণ পারফরম্যান্সে শীর্ষে উঠলেন ইংল্যান্ডের জো রুট। অ্যাশেজের প্রথম টেস্টে শেষ দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ উইকেটের নাটকীয় জয় পায় অস্ট্রেলিয়া। দল জিতলেও ব্যাট হাতে ভালো করতে পারেননি লাবুশেন। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক এর তেতো স্বাদ পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ¯্রফে ১৩। আইসিসির বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন লাবুশেন। গত ডিসেম্বর থেকে শীর্ষে ছিলেন তিনি। প্রথম ইনিংসে অপরাজিত ১১৮ রান করা রুট দ্বিতীয় ইনিংস করেন ৪৬। র‌্যাঙ্কিংয়ে এক লাফে তিনি এগিয়েছেন পাঁচ ধাপ। অ্যাশেজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন ব্যাটসম্যানই ছিল অস্ট্রেলিয়ার। লাবুশেনের পরের দুটি স্থানে ছিলেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। পিছিয়েছেন এই দুজনও। দুই থেকে চার ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে গেছেন স্মিথ। এক ধাপ পিছিয়ে চারে আছেন হেড। এজবাস্টনে দুই ইনিংসে স্মিথ করেন ১৬ ও ৬ রান আর হেড ৫০ ও ১৬ রান। এই সুযোগে দুই নম্বরে উঠে গেছেন গত মার্চ থেকে কোনো টেস্ট না খেলা কেন উইলিয়ামসন। আইপিএলে পাওয়া চোটে মাঠের বাইরে থাকা নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান এগিয়েছেন দুই ধাপ। দুই ইনিংসে ১৪১ ও ৬৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতা উসমান খাওয়াজা দুই ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন। তার ৮৩৬ রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সেরা। পাঁচ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রæক। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। ম্যাচে তিনি ৯৮ রান দিয়ে নেন ৫ উইকেট। এজবাস্টনে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শেষের নায়ক প্যাট কামিন্স বোলারদের তালিকায় তিন থেকে চারে নেমে গেছেন। তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছেন ন্যাথান লায়ন। অস্ট্রেলিয়ার এই অফ স্পিনার ম্যাচে নেন ৮ উইকেট। প্রথম দুটি স্থানে আগের মতোই আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। অলরাউন্ডারদের তালিকায় চ‚ড়ায় অবস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com