শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আবাহনীর টানা চতুর্থ জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: দারুণ বোলিংয়ে গাজী গ্রæপ ক্রিকেটার্সকে অল্পেই থামিয়ে মঞ্চ সাজিয়ে দেন মোহাম্মদ সাইফ উদ্দিন। সহজ লক্ষ্যে আরও একবার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন মোহাম্মদ নাইম শেখ। সাইফ-নাইমের যুগলবন্দীতে টানা চতুর্থ জয় পেল আবাহনী লিমিটেড। বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রæপের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে আবাহনী। ১৫৪ রানের ছোট লক্ষ্য ১১৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে তারা। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আবাহনী। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লেজেন্ডস অব রূপগঞ্জও প্রথম চার ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটে বাকিদের চেয়ে এগিয়ে রয়েছে আবাহনী। গাজী গ্রæপকে ১৫৩ রানে বেধে ফেলার পথে ৯ ওভারে ৩০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন সাইফ। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করা নাইম এবার খেলেছেন ১০০ বলে ৭৪ রানের হার না মানা ইনিংস। লিগের চার ম্যাচে এটি তার তৃতীয় পঞ্চাশ ছাড়ানো ইনিংস। টস জিতে ফিল্ডিংয়ে নেমে দশ রানের মধ্যে গাজী গ্রæপের দুই ওপেনারকে ফেরায় আবাহনী। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি গাজী। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ভারতীয় রবি তেজা। এ ছাড়া মাহমুদুল হাসান (৩০), আকবর আলি (১৫), এসএম মেহেরব হাসানরা (২১) ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। সাইফের ৪ উইকেট ছাড়া দুই বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ও রকিবুল হাসান নেন ২টি করে উইকেট। রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭৬ রান করে ফেলে আবাহনী। দারুণ শুরু করা এনামুল হককে আউট করেন হুসনা হাবিব মেহেদী। বোল্ড হয়ে ফেরা এনামুল ৩৪ বলে ৫ চার ও ১ ছয়ে করেন ৩৮ রান। দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৬৩ রান যোগ করেন নাইম। ম্যাচ জিততে ১৫ রান বাকি থাকতে আউট হন জয়। ২ চার ও ১ ছয়ে ৩৪ বলে ২৯ রান। ইন্দ্রজিত বাবাকে নিয়ে বাকি কাজ সারেন নাইম। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৯তম ফিফটির ইনিংসে ৪ চার ও ১টি ছক্কা মারেন বাঁহাতি ওপেনার। সংক্ষিপ্ত স্কোর: গাজী গ্রæপ ক্রিকেটার্স: ৪২.২ ওভারে ১৫৩ (হাবিবুর ৪, মেহেদি ০, অমিত ১২, মাহমুদুল ৩০, রবি তেজা ৪১, আকবর ১৫, মেহেরব ২১, এনামুল ২, কাজি অনিক ৮, সুমন ১২*, হুসনা হাবিব ১; তানভির ৬-০-২৭-২, সাইফ উদ্দিন ৯-০-৩০-৪, তানজিম ৭-০-১৮-০, রকিবুল ৭.২-০-৩২-২, নাহিদুল ১০-০-৪০-১, মোসাদ্দেক ৩-০-৬-১)। আবাহনী লিমিটেড: ৩০.৫ ওভারে ১৫৪/২ (এনামুল ৩৮, নাইম ৭৪*, জয় ২৯, ইন্দ্রজিত ১০*; সুমন ৬-০-৩৩-০, এনামুল ৫-০-৩০-০, কাজি অনিক ৩-০-২২-০, হুসনা হাবিব ৫-০-১৮-১, রবি তেজা ৩-০-৯-০, মাহমুদুল ৫-০-২৯-০, মেহেরব ৩.৫-০-১৩-১)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com