কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে পরশু অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদের ০৮ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন। এই নির্বাচনে অন্যান্য প্রার্থীদের তুলনায় আব্বাস মোল্যা ও টিপু সুলতান এগিয়ে রয়েছে। এই দুই প্রার্থীর মধ্যে জয়-পরাজয় নির্ধারন হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা। দ্বাদশ সংসদ নির্বাচনের হাওয়া শেষ হতে না হতেই নতুন করে বইতে শুরু করেছে যশোর জেলা পরিষদের ৮নং ওয়ার্ড কেশবপুর শূণ্য আসনের উপঃনির্বাচনের নির্বাচনী হাওয়া।পরশু ০৯ মার্চ-২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদের উপঃনির্বাচন। হাতে সময় কম,তাই প্রার্থীরা শেষ মুহুর্তে কোমর বেঁধে উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। এই নির্বাচনে শুধুমাত্র জনপ্রতিনিধিদের ভোট প্রদানের ক্ষমতা থাকলেও নির্বাচনী আলোচনা-সমলোচনা কোন নির্বাচনের থেকে কমতি নেই। কেশবপুরে একদিকে যেমন পোষ্টার-ব্যানারে ছেয়ে গেয়ে, ঠিক অন্য দিকে প্রার্থীদের নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমলোচনার ঝড়। আসন্ন জেলা পরিষদের কেশবপুর উপঃনির্বাচনে সদস্য পদে ০৭ জন প্রার্থী তাদের মনোনয়র পত্র জমা দিলেও তাদের মধ্য থেকে এস.এম মহব্বত ও নাজমুল হোসেন তাদের মনোনয়র পত্র প্রত্যাহার করে নেন।বাকী ৫ প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচেছন। প্রার্থীদের মধ্যে আব্বাস মোল্যা (টিউবওয়েল), টিপু সুলতান (হাতি), রেহেনা খাতুন (তালা), আলতাপ বিশ্বাস (উটপাখি) ও জাকির হোসেন মুন্না(বৈদ্যতিক পাখা) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। কেশবপুরের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী এস.এম মহব্বত ও নাজমুল হোসেন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আব্বাস মোল্যার পাল্লা ভারী হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা। আব্বাস মোল্য সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে শাহিন চাকলাদারের নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছিলেন এবং টিপু সুলতান বিজয়ী স্বতন্ত্র সংসদ খন্দকার আজিজুল ইসলাম আজিজের পক্ষে কাজ করেছিলেন। অনেক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তারা কারো অনুসারী দেখে নয়,প্রার্থীর গ্রহন যোগ্যতার দিক বিবেচনা করেই তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন।ভোটে কে জিদবে? আব্বাস না টিপু এই নিয়ে কেশবপুরে বিভিন্ন রাজনৈতিক মহলে চলচ্ছে চুলচেরা বিশ্লেষন ও আলোচনা-সমলোচনা। আগামী ০৯ তারিখকে ঘিরে সবাই অধির আগ্রহে অপেক্ষার পালা গুনছে। তবে ভোট প্রদানে কোন প্রার্থীর পক্ষ থেকে রাজনৈতিক কোন প্রভাব পড়বে না বলে ভোটাররা জানান। এই উপঃনির্বাচনে শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বর,পৌর মেয়র-কাউন্সিলর,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাই-চেয়ারম্যানরাই ভোটার। কেশবপুর উপজেলা পরিষদ,পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা-১৫৯টি।আগামী ০৯ মার্চ-২০২৪ তারিখে কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,যশোর-০৬ কেশবপুর আসনের বর্তমান সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ সংসদ নির্বাচনের পূর্বে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করলে এই আসনটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। পরবর্তিতে জেলা পরিষদের এই শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন।