বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

আমরাও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই -তথ্যমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

এফএনএস: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তিনি বলেন, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়, এ দায়িত্ব কিন্তু সব দলের আছে। যারা এই নিয়ে বক্তব্য রাখছেন আশা করি তাদের সেই বক্তব্যগুলো যারা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালায় বিএনপিসহ তাদের কানে পৌঁছাবে এবং একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন করার ক্ষেত্রে তারা সহায়তা করবে। মন্ত্রী বলেন, এটি নতুন নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য যারা রাষ্ট্রদূত ছিলেন, তারাও এ নিয়ে কথা বলেছেন এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও এ নিয়ে কথা বলেন। আমরাতো তাদের সঙ্গে একমত। আমরাও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই। তাদের সঙ্গে তো আমাদের কোন দ্বিমত নেই। বিদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। বিদেশি রাষ্ট্রদূতরা অবশ্যই পরামর্শ দিতে পারেন কিন্তু সেই পরামর্শ যেন কখনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো না হয়। একইসঙ্গে ক‚টনৈতিক শালীনতা যেন লঙ্ঘন না হয়। তারা যে কথাগুলো বলছেন, আমরাও তাদের সঙ্গে শতভাগ একমত, সে ধরনের নির্বাচনই আমাদের নেত্রী করতে চান। এদিকে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে তোয়াব খানের মরদেহে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর সাবেক প্রেস সচিব ও দৈনিক বাংলার সম্পাদক সাংবাদিক তোয়াব খানের নামে ‘তোয়াব খান স্মৃতি পদক’ চালু করবে দৈনিক বাংলা। প্রতি বছর একবার সাংবাদিকদের এই পদক দেওয়া হবে। দৈনিক বাংলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একথা জানতে পেরেছেন বলে জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, তোয়াব খান ছিলেন একজন আপসহীন সাংবাদিক। তার হাত দিয়েই পাকিস্তান পরবর্তী দৈনিক বাংলার যাত্রা শুরু। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে তিনি চাকরি হারিয়েছেন। কিন্তু আপোশ করেননি। তিনি আরও বলেন, তোয়াব খান ছিলেন একজন আদর্শবান সাংবাদিক। তার হাত ধরে অনেক আদর্শবান সাংবাদিক তৈরি করেছেন। বাংলাদেশের সাংবাদিকতায় তার অবদান অনেক। গতকাল সোমবার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে তোয়াব খানের লাশ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সরকার দলের নেতারা, সাংবাদিক নেতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com