এড. তপন কুমার দাস \ বিশিষ্ট কবি সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, আমরা তর্ক করব, কু-তর্ক নয়। তিনি আরো বলেছেন, শিক্ষা ছাড়া জাতি, সমাজ অচল। শিক্ষার আলো যেখানে প্রবেশ করেছে, সেখানে সভ্যতা আলোকিত। শিক্ষার আলো ছাড়া সভ্যতার আলো প্রবেশ করা একেবারেই অসম্ভব। আমাদের দেশ দূর্নীতিতে আরো বেশি ছিল, এখন পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। তবুও আমরা এখনো কাঙ্খিত জায়গায় পৌঁছাতে পারিনি। দুর্নীতিকে রাষ্ট্র টেনে ধরার সময় এখন। আমাদের দেরী করার কোন সুযোগ নেই। দুর্নীতি এমন একটা ক্যান্সার শুধু রাষ্ট্রকে নয়, আমাদের পরিবার, সমাজকে ধ্বংস করে। নিজে দুর্নীতিমুক্ত থাকলে হবে না, আমাদের চারপাশের পরিবেশ দুর্নীতিমুক্ত করতে হবে। সততা একটি উৎকৃষ্ট পন্থা, যা সকলের জন্য প্রয়োজন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে। পৃথিবীতে এমন কোন দেশ নেই যা শতভাগ দুর্নীতিমুক্ত। আমাদেরকে চেষ্টা চালাতে হবে, দুর্নীতিকে নিয়ন্ত্রণ রাখতে হবে। বাংলাদেশকে ভালবাসতে হলে আমাদের চারিপাশে অলি-গলি, সুন্দরবন থেকে বান্দরবান, রুপসা থেকে পাটুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেক জায়গা সম্পর্কে ধারণা থাকতে হবে। তা না হলে বাংলাদেশকে ভালোবাসতে পারবেন না। বাংলাদেশকে ভালোবাসতে না পারলে দেশ প্রেমিক হতে পারবেন না। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, লক্ষ শহীদদের যে উদ্দেশ্য ছিল, আদর্শ ছিল সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তবে তাদের ঋণ আমরা একটু হলেও শোধ করতে পারবো। আমাদের তরুণ প্রজন্মকে সেদিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমাদের ঘুমানোর আগে যখন যে কাজ থাকবে, তখনই সময়ের কাজ সময়ে করতে হবে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হলরুমে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক ক্যাপ্টেন মোঃ এছাহক আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল। উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃমোজাম্মেল হোসেন, সদস্য প্রভাষক মোঃ রেজাউল করিম, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান প্রমূখ। দুই পর্বের চারদলীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাগড়ি দল, শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিজয়ী দলের দলনেতা মুসফিকা আফরিন।