স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন বলেছেন করোনা কালীন সময় গুলোতে আমাদের শিক্ষার্থীদেরকে অন লাইনে ও মোবাইলে পাঠ দান করে শিক্ষকগন পবিত্র দায়িত্ব পালন করেছেন, আগামী ২ মার্চ বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে অধিকতর দায়িত্বশীলতাকে সঙ্গী করে পাঠদান করবেন। তিনি গতকাল তালা উপজেলার গোপালপুর ও সম্মনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষকদের সাথে মত বিনিময় কালে উপরোক্ত কথা বলেন, পরিদর্শন কালে তিনি বই বিতরন, পাঠদান রেজিষ্ট্রার প্রত্যক্ষ করেন, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, প্রধান শিক্ষক অর্পনা রানী, অমল কৃষ্ণ সরকার সহ সহকারী শিক্ষকগন।