এফএনএস বিদেশ : সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সঙ্গে কনস্যুলেটের সুসম্পর্ক ও সকল কার্যক্রম আরও বেগবান করতে আগামী জুন মাস থেকে প্রেস উইংয়ের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের দূতালয় প্রধান মোজাফফর হোসেন। রোববার রাতে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণমাধ্যমের ভ‚য়সী প্রশংসা করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সাথে সংবাদ ও সাংবাদিকতা ওতপ্রতভাবে জড়িত। আরব আমিরাতে সাংবাদিকরা প্রতিনিয়ত দুইদেশের সম্পর্ক উন্নয়ন সহ প্রবাসীদের সুখ-দুঃখের গল্প তুলে ধরছেন বিভিন্ন মিডিয়ায়। এতে দেশের সাথে প্রবাসীদের যেমন মেলবন্ধন তৈরি হচ্ছে অন্যদিকে সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে উপকৃত হচ্ছেন সবাই। এ সময় আগামী জুন মাস থেকে আমিরাতে প্রবাসীদের এনআইডি স্মার্ট কার্ডের কার্যক্রম শুরু হবে জানিয়ে সকল গণমাধ্যমকর্মীর সহযোগিতা কামনা করেন তিনি। মাইটিভির শামসুল হক সোহেলের সঞ্চালনায় দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াকুব সৈনিকের সভাপতিত্তে¡ স্বাগত বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের মোহাম্মদ ইরফানুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি সময় টিভির আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক আরব আমিরাতে অবস্থানরত সকল গণমাধ্যমকর্মীকে সাংবাদিকতার রসদ আরও ভালোভাবে আয়ত্ত করার উপর জোর দেন এবং উদাহরণ টেনে সাংবাদিক জনি’র মত একে-অপরকে সহযোগিতা করার আহবান জানান। প্রেসক্লাবের সেক্রেটারি এখন ও প্রতিদিনের বাংলাদেশ ইউএই প্রতিনিধি কামরুল হাসান জনি সংবাদকর্মীদের পেশাদারিত্বের পরিচয় রাখার পরামর্শ দিয়ে বলেন, গণমাধ্যমের অসুস্থ প্রতিযোগিতায় গা-না ভাসিয়ে সুস্থ ও সুষ্ঠু সাংবাদিকতায় সবাইকে মনোনিবেশ করতে হবে। তবেই আমরা একজন প্রকৃত সংবাদকর্মী হয়ে উঠতে পারবো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিপোর্টাস ইউনিটি ইউএই সভাপতি এসএটিভির সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ডেইলিস্টারের আব্দুল্লাহ আল শাহীন, যায়যায়দিনের নওশের আলম সুমন, যমুনা টিভির মেহেদী হাসান, ঢাকা পোস্টের আব্দুল্লাহ আল মামুন, নিউজ২৪ এর মামুন মাহিন সহ আদনান আবির বাংলাদেশি কমিউনিটির খোরশেদুল আলম, লায়ন ওসমান চৌধুরী, শামসুল হক, ও সাগর দেবনাথ প্রমুখ।