আশাশুনি প্রতিনিধি \ আজ শনিবার আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ ইউনিয়নে একযোগে পৃথক পৃথক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সদরে শুক্রবার বিকাল ৪টায় সদর ইউনিয়ন জামায়াতের মিছিলটি আশাশুনি সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন—উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তজা, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, ছাত্র শিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক সভাপতি বেলাল হোসাইন, সদর জামায়াতের সেক্রেটারী মাওঃ আব্দুল হাই প্রমুখ। শোভনালী ইউনিয়নের কালিবাড়ি বাজারে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন—জেলা কর্মপরিসদ সদস্য ও ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা জিয়াউর রহমান, প্রাক্তন মেম্বার খোরশেদ আলম। বুধহাটা ইউনিয়নে বুধহাটা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন—উপজেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট শহীদুল ইসলাম, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারী রবিউল ইসলাম, নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন। কুল্যা ইউনিয়নের মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওলানা ইউসুফ হোসেন, নায়েবে আমীর মেহেদী হাসান, সেক্রেটারী ফয়সাল হোসেন। দরগাহপুর ইউনিয়নে কালাবাগী বাজারে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুল গনি, সেক্রেটারী জাকির হোসেন। বড়দল ও কাদাকটি ইউনিয়নে গোয়ালডাঙ্গা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান, ইউনিয়ন আমীর হেদায়েতুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল ওয়াজেদ, সেক্রেটারী সেকেন্দার আলী, কাদাকাটি আমীর মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারী মাওঃ নুরুজ্জামান। শ্রীউলা ইউনিয়নে নাকতাড়া কালবাড়ি বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর লুৎফর রহমান, সেক্রেটারী শাহিনুল ইসলাম, মেম্বার আব্দুর রাজ্জাক, আবারুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিম, মৌলভী আব্দুর রহমান। খাজরা ইউনিয়নে কাপষান্ডা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল রশিদ, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান। আনুলিয়া ইউনিয়নে বিছট বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওঃ হারুন—অর রশিদ, সেক্রেটারী আব্দুর রশিদ। প্রতাপনগর ইউনিয়নে তালতলা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান, বাইতুলমাল সেক্রেটারী মাওঃ আনোয়ারুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, ইউনিয়ন আমীর মাওঃ আল আমিন, সেক্রেটারী মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ ওহিদুজ্জামান, প্রভাষক শাহজাহান আলী প্রমুখ। বক্তারা সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠের কর্মী সম্মেলনে যোগদান করার জন্য সকলের প্রতি আহ্বান জান।