সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আমেরিকার চেয়ে আমাদের গুচ্ছ বোমা বেশি কার্যকর: রাশিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: আমেরিকা ইউক্রেনকে বিশ্বব্যাপী নিষিদ্ধ গুচ্ছবোমা প্রদান করলে রাশিয়াও ‘একই ধরনের’ অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছে। মস্কো বলেছে, ওয়াশিংটনের এ পদক্ষেপে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া ছাড়া আর কোনো ফল বয়ে আসবে না। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ওয়াশিংটন কিয়েভকে বিতর্কিত গুচ্ছ বোমা দিলে মস্কোর সামনে ‘একই ধরনের’ সমরাস্ত্র ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়ার কাছে সব ধরনের গুচ্ছ বোমা রয়েছে। শোইগু বলেন, “আমেরিকায় তৈরি গুচ্ছ বোমার চেয়ে রাশিয়ার গুচ্ছ বোমা অনেক বেশি কার্যকর, এর ব্যাপ্তি অনেক বিস্তৃত এবং বৈচিত্রে ভরপুর। ”এর আগে সোমবার ইউক্রেনে নিষিদ্ধ ঘোষিত ক্লাসটার বোমা পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। হোয়াইট হাউজ ও পেন্টাগন থেকে শুরু করে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠান সবাই এই নিষিদ্ধ ঘোষিত বোমা পাঠানোর পক্ষে কথা বলছে। ক্লাস্টার বোমাবর্ষণ করলে বিস্তৃত এলাকা জুড়ে এর বিস্ফোরণ ঘটে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে যা বহু বছর ধরে মানব সভ্যতার জন্য হুমকির কারণ হয়ে থাকে। দীর্ঘদিন ধরে অবিস্ফোরিত অবস্থায় থাকা ক্লাস্টার বোমা বেসামরিক নাগরিকদের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়। এসব কারণে মার্কিন সরকার ইউক্রেনে ক্লাস্টার বোমা সরবরাহ করার কথা বললেও সারা বিশ্বে এর বিরুদ্ধে নিন্দা এবং সমালোচনার ঝড় উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com