রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা সাগর গ্রেপ্তার সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ শ্যামনগরে হাজী ব্রিকস ভাঙচুর, মালামাল লুটপাটে ১কোটি টাকার বেশি ক্ষতি আশাশুনি যুব দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক প্রীতিভোজ উপলক্ষে রাফেল ড্র আশাশুনি উপজেলা বিএনপির প্রস্তুতি সভা তালায় চুরির আতঙ্কে ব্যবসায়ী ও গ্রামঞ্চলের মানুষ বড়দলে হরতালের প্রতিবাদে প্রতিবাদ মিছিল কয়রায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব—১৭ ফাইনালে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন কয়রায় সুধি সমাবেশে পুলিশ সুপার বনদস্যু, মাদক ও সন্ত্রাস মুক্ত উপজেলা গড়ার প্রত্যয়

আমেরিকা ফরেনার কে সোনার নৌকা উপহার, উদারতার দৃষ্টান্ত রাখলেনঃ এমপি রশীদুজ্জামান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪

কপিলমুনি প্রতিনিধি ॥ শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার কাশিমনগর দলিত জনগোষ্ঠীর প্রাণ প্রঞ্জা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমেরিকা থেকে আগত ফরেনার ভিক্টর ডিডিআরকে এমপি রশিদুজ্জামান তার নিজের মুজিব র্কোটে পরিহিত সোনায় আবৃত নৌকাটি উপহার দেন। এরই মাধ্যমে এমপি আবারো তার উদারতার দৃষ্টান্ত স্থাপন করলেন। এসময় আবেক বশত ফরেনার ভিক্টর ডিডিআর এমপিকে জড়িয়ে ধরেন। এসময় বঙ্গবুন্ধর নৌকা, জয় বাংলা, জয় বঙ্গবুন্ধ স্রোগানে সভাস্থল উজ্জিবিত করে তোলেন তারা। মূলত প্রঞ্জা ফাউন্ডেশনের আমন্ত্রণে ভিক্টর ডিডিআর, এনডি বানকিমান, ইভেন ভিটুকোভ ও স্পেনইজ লাভ বাংলাদেশ সফরে এসেছেন। এসময় তাদের লক্ষ্যে ও উদ্দেশ্য সম্পর্কে ফরেনার ভিক্টর ডিডিআর ও এনডি বানকিমান বলেন, দলিত জনগোষ্ঠীকে সমাজে শিক্ষিত জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এসব অসহায় মানুষের জীবনমান উন্নয়নে তাদের পাশে থেকে যা যা সহযোগীতার করা প্রয়োজন সব কিছুই আমরা করবো এ দেশের সরকার, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে। তাদের অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে আমরা এ অবহেলিত দলিত জনগোষ্ঠীর মাঝে আলো ছড়িয়ে দিতে চাই। সমাজে তাদের উন্নত জীবন যাপনে সহায়তা করতে চাই। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই। আমরা আনন্দিত যে শত ব্যস্ত তার মাঝে আজকের এ অনুষ্ঠানে প্রধান অতিথি আপনাদের এমপি মোঃ রশিদুজ্জামান আমাদের মাঝে এসেছেন। দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য তাকে আমরা ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের প্রঞ্জা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেষ্ট ও মাল্যদিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রঞ্জা ফাউন্ডেশনের সভাপতি রুপকুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা -৬, পাইকগাছা কয়রা আসনের সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী, কৃষ্ণপদ মন্ডল, রণজিত অধিকারী, মৃণাল কান্তি বাছাড়, সুকুমার ঢালী ও হাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com