আয়ারল্যান্ড নারী দলের বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। আইরিশদের ছুঁড়ে দেওয়া ১৯৪ রানের টার্গেট ৩৭ বল হাতে রেখে ৫ উইকেটে জিতল বাংলাদেশ। সাদা বলের সিরিজ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে এসে ব্যাক টু ব্যাক পরাজয়ের স্বাদ পেল আইরিশ দল। প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের জয়ে সিরিজে ১—০’তে এগিয়ে যায় স্বাগতিকরা। গতকাল মিরপুরের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৩ রানে থামল আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। লক্ষ্য তাড়ায় নেমে সহজেই জয় ছিনিয়ে নেয় নিগার সুলতানার দল। ৫ উইকেট ও ৩৭ বল হাতে রেখে। এদিন মিরপুর শেরে—ই—বাংলায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্তে যায় আয়ারল্যান্ড। ম্যাচের চতুর্থ ওভারে ২ রানে থাকা আইরিশ ওপেনার গ্যাবি লুইসের উইকেট তুলে নেন সুলতানা খাতুন। ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট নিলেন নাহিদা আক্তার। তিনে নামা উইকেটকিপার ব্যাটার অ্যামি হান্টার খেলেন সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস। বল হাতে এদিন বাংলাদেশের সবচেয়ে সফল সুলতানা খাতুন। ১০ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সমান ওভারে একই রান খরচায় নাহিদা পান ১ উইকেট। আরেক উইকেট যায় স্বর্ণা আক্তারের দখলে। সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ নারী দল। ১৪ বল খেলা ওপেনার মুরশিদা খাতুন ৬ রানের বেশি করতে পারেননি। তিনে নামা শারমিন সুপ্তাকে নিয়ে এরপর ৮৫ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি। পরপর দুই ম্যাচে ফিফটি তুলে নেন ফারজানা। ৫০ রানে থেকেই লরা ডেলানির বলে ক্যাচ তুলে বিদায় নেন ফারজানা। আগের ম্যাচে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা শারমিন সুপ্তা গতকাল আউট হয়েছেন ৪৩ করে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ৪০ রান। ৩৯ বলে তিনি এই ইনিংস সাজান ৪ বাউন্ডারি ও ১ ছক্কায়। মাঝে সুবহানা মোস্তারি করেন ১৬ রান। শেষদিকে স্বর্ণা আক্তার ২৯ রানের হার—না—মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তাকে সঙ্গ দেওয়া ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ৪ রানে। মিরপুর শের—ই—বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সোমবার মাঠে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে। এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টি—টোয়ন্টি সিরিজের তিন ম্যাচ।