প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত ছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে এবার সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দিল বাঘিনীরা। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে বাংলাদেশ নারী দল শেষ ওয়ানডেতে দাপট দেখিয়ে হারিয়েছে ৭ উইকেটে। গতকাল সোমবার মিরপুরে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনারকে হারায় তারা। তারপর ৪৮ রানের জুটি গড়েন গাবি লুইস এবং এমি হান্টার। এমি আউট হন ২৩ রানে। ১০৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ বলে ৫২ রান করেন গাবি লুইস। গাবি আউট হওয়ার পর আর কেউ ই বড় রান করতে পারেনি। আলানা ডালজেল ১৯, আরলেনে কেলে করেন ১৮ রান। ধীর গতির ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ৩ টি উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। ২ টি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। ১৮৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানে এবং ব্যাক্তিগত ৮ রানে ফিরে যান মুর্শিদা খাতুন। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭২ বলে ১৪২ রান করেন ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা। ৮৮ বলে ৭২ রানে থামেন সুপ্তা। তার ইনিংসে ছিলো ১১ টি চার। ৯৯ বলে ৬১ রানে আউট হন ফারজানা। বাকি কাজটা শেষ করেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি। মাত্র ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় টাইগ্রেসরা। নিগার অপরাজিত থাকেন ১৮ রানে এবং সোবহানা ৭ রানে। ম্যাচ সেরা হন শারমিন আক্তার সুপ্তা।