শ্রীউলা প্রতিনিধি/আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রাম ডাক্তার আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে এবং আক্তারুল ইসলামের পরিচালনায় সভায় গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান, জেলা সভাপতি মিজানুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী লাবু, আশাশুনি উপজেলা শাখার সভাপতি ঈশার আলী খান, সম্পাদক বিনয় কুমার বিশ্বাস, শ্রীউলা ইউনিয়ন সভাপতি বিধান চন্দ্র গাইনসহ শ্রীউলা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও সদস্য মন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রীউলা নব গঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ। সভায় গ্রাম ডাক্তারদের নৈতিক দায়িত্ব অসহায় মানুষের পাশে থেকে প্রথাথমিক সেবা দানের মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।