এফএনএস স্পোর্টস: বিশ্বকাপ বাছাইপর্বে চোট সমস্যা যেন পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। চোটের জন্য দুই পেসারকে হারাল তারা। সাইড স্ট্রেইনে ভুগে জিম্বাবুয়েতে চলতি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন লাহিরু কুমারা। তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার সাহান আরাচিগেকে। টেকনিক্যাল কমিটির অনুমোদনের পর শনিবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা দলে এই পরিবর্তনের খবর জানিয়েছে আইসিসি। নেদারল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে চোট পান কুমারা। যে কারণে ২ ওভারের বেশি করতে পারেননি তিনি। কুমারার বদলে স্কোয়াডে জায়গা পাওয়া সাহানের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৬ ম্যাচে ১২ ফিফটিসহ ত্রিশ ছুঁইছুঁই গড়ে ১ হাজার ৪৫৮ রান করেছেন ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। অফ স্পিনে তার শিকার ৩৮ উইকেট। সবশেষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুই ফিফটিসহ ৪৫ গড়ে ১৩৫ রান করেন সাহান। বল হাতে নেন ৩টি উইকেট। এর আগে ট্রেনিং সেশনে পাওয়া চোটে বাছাইপর্ব থেকে ছিটকে যান দুশমন্থ চামিরা। তার জায়গায় দলে নেওয়া হয় দিলশান মাদুশঙ্কাকে। বিশ্বকাপ বাছাইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে শীর্ষে আছে তারা।