এফএনএস বিদেশ : দ্বিতীয় দফায় আরও ১১৯ জন অবৈধ অভিবাসীকে গতকাল শনিবার ভারতে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাঞ্জাবের অমৃতসরে অভিবাসীদের নিয়ে মার্কিন বিমানটি অবতরণ করবে। খবর এনডিটিভির। সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গতকাল শনিবার রাত ১০টা নাগাদ অমৃতসরের বিমানবন্দরে মার্কিন বিমান অবতরণ করবে। ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। এ ছাড়া হরিয়ানার বাসিন্দা রয়েছেন ৩৩ জন। গুজরাটের আটজন, উত্তরপ্রদেশের তিনজন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু ও কাশ্মীরের একজন রয়েছেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন অবৈধ অভিবাসী নিয়ে মার্কিন সামরিক বিমান ভারতে আসে। চলতি সপ্তাহেই তৃতীয় দফায় অবৈধ অভিবাসীদের নিয়ে আরও একটি মার্কিন বিমান ভারতে আসার কথা রয়েছে। তবে তৃতীয় দফায় বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কতজন আছেন সেটি জানা যায়নি। এদিকে অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে, কেন দিল্লিতে নয়— তানিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার অভিযোগ, পাঞ্জাবকে পুরো দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। তবে বিজেপির মুখপাত্র আরপি সিং এক্স—এ একটি পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রবেশের জন্য অমৃতসর হলো নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর। এই কারণেই অবৈধ অভিবাসী বহনকারী মার্কিন বিমান সেখানে অবতরণ করছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের অঙ্গীকার হিসেবে অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়া হচ্ছে।