স্টাফ রিপোর্টার \ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। জেলা জাসাসের উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের মিল বাজার কাস্টমস মোড় জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাস সদস্য আব্দুল্লাহ আল কাদির (টাইগার সোহেল), এসময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, বিল্লাল হোসেন, মইনুদ্দিন মন্টু, শফিকুল ইসলাম, সদর থানা জাসাস আহ্বায়ক আব্দুল গফুর, সদস্য সচিব শাহাদাত হোসেন, তালা উপজেলা উপজেলা জাসাস ‘র আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব রাসেল বিশ্বাস, তালা উপজেলা জাসাস যুগ্ম আহ্বায়ক হজরত আলী, লাবসা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ আল কাফি প্রমুখ। এসময় জেলা জাসাস এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।