এফএনএস স্পোর্টস: কাতার বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে আগামী ২৩ ও ২৮ সেপ্টেম্বর হন্ডুরাস ও জামাইকার মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। ওই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল থেকে ২৮ জনের চ‚ড়ান্ত দল দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার ওই দলে জায়গা ধরে রেখেছেন আমেরিকার লিগে খেলা তরুণ মিডফিল্ডার থিয়াগো আলমাদা। এ ছাড়া লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজরা আছেন আক্রমণভাগে। রক্ষণে ফাকুন্দে মেডিনা, নাহুয়েল পেরেজ জায়গা ধরে রেখেছেন। আর্জেন্টিনার দল: গোলরক্ষক: এমি মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)। ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), জার্মেন পেজেলা (রিয়াল বেটিস), ক্রিস্টিয়ানো রোমেরো (টটেনহ্যাম), নাহুয়েল পেরেজ (উদিনেসে), লিয়ান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), মার্কোস অ্যাকুইনা (সেভিয়া), ফাকুন্দে মেডিনা (লেন্স), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও)। মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারদেস (জুভেন্টাস), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দো (বেনফিকা), অ্যালেক্স মার্ক অ্যালেস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), গিওভান্নি লো চেলসো (ভিয়ারিয়াল), অ্যালেক্সজান্দ্রো গোমেজ (সেভিয়া), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড)। ফরোয়ার্ড: পাওলো দিবালা (রোমা), অ্যাঞ্জেল ডি মারিয়া (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), জুলিয়ান আলভারেজ (ম্যানসিটি), জোয়াকিন কোরেইরা (ইন্টার মিলান), অ্যাঞ্জেল কোরেইরা (অ্যাথলেটিকো মাদ্রিদ), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।