এফএনএস: আর্জেন্টিনার বিজয়ে উলাস করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এমন ঘটনায় ঘটেছে কুমিলা ও যশোরে। গত রোববার রাতে এসব ঘটনা ঘটে। জানা গেছে, কুমিলার মনোহরগঞ্জে আর্জেন্টিনার জয়ের পর বিজয় মিছিল করার সময় মোটরসাইকেলের ধাক্কায় মারা যায় এক স্কুলছাত্র। এ ঘটনায় বিজয় মিছিলটি মুহুর্তেই রূপ নেয় শোক ও বিষাদের মিছিলে। গত রোববার দিবাগত রাত ১২টার পর উপজেলার খিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ববাতাবাড়িয়া গ্রামের মিলন মিয়ার ছেলে শাওন মিয়া (১২)। সে খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গতকাল সোমবার সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিলার লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী। তিনি বলেন, আর্জেন্টিনার জয়ে রাত ১২টার পর সমর্থকেরা কুমিলা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আনন্দ মিছিল বের করে। মিছিলে শাওনও ছিল। আনন্দ মিছিলটি খিলা পূর্ববাতাবাড়িয়া ইউটার্নে আসলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় শাওন। খবর পেয়ে গিয়ে দেখি পরিবার লাশ নিয়ে গেছে। অন্যদিকে আর্জেন্টিনার গোলে উচ্ছ¡াস প্রকাশ করতে গিয়ে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে এক সমর্থকের মৃত্য হয়েছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাকিব হোসেন ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, গত রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য দুই সেতুর মাঝে পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উলাসে ফেটে পড়েন। এ সময় উৎফুল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়ে যান। এর ফলে পিঠে রড বিধে মারাত্মক আহত হন রাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উলেখ্য, গত রোববার ছিল কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এ ম্যাচে দারুণ প্রতিদ্ব›দ্বী করে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ জিতে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। ফলে মুহূর্তেই দেশ পরিণত হয় এক উৎসবের আনন্দপুরীতে।