সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

আর্থিকভাবে অস্বচ্ছল যে কোন ব্যক্তি লিগ্যাল এইডের সেবা পেতে পারেন আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জেলা পর্যায়ে বিভিন্ন অংশীজনের অংশগ্রহনে সরকারি আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বিকাল সাড়ে ৪টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আযম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম আশিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পিপি এড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ, জেলা দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: আবু সুফিয়ান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রশাসনিক কর্মকর্তা মোল্ল্যা হাফিজুর রহমান প্রমুখ। এছাড়া প্যানেল আইনজীবী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, সাতক্ষীরা লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তা প্রদান করা হয়। আর্থিকভাবে অস্বচ্ছল যে কোন ব্যক্তি লিগ্যাল এইডের সেবা পেতে পারে। মামলা করার পূর্বে উভয় পক্ষকে আপোষ মীমাংসার জন্য লিগ্যাল এইড অফিস পরামর্শ দিয়ে থাকেন। তিনি আরও বলেন, মামলা চলমান থাকা অবস্থায় রেফারের ভিত্তিতে উভয় পক্ষের সম্মতিতে মামলা নিষ্পত্তির উদ্যোগ গ্রহন করতে পারেন লিগ্যাল এইড অফিস। লিগ্যাল এইড অফিসের আইনি সেবা সম্পর্কে ভুক্তভুগীকে জানাতে হবে। লিগ্যাল এইডের সেবার বিষয়ে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রচার প্রচারনা তুলে ধরতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com