শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আলামিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশাশুনির শ্রীউলার কলিমাখালী গ্রামের সেরাজুল গাজীর ৩পুত্র ও ১ কন্যার মধ্যে তার মেজ পুত্র আলামিন হোসেন (২২) শুক্রবার রাত্র (আনুঃ) ৯-০৫মিনিটে ইন্তেকাল করেছে। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলামিন হোসেন কলিমাখালী আজিজিয়া ছিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের একজন পরীক্ষার্থী ছাত্র ছিল। সে তার পড়া লেখার খরচ চালানোর জন্য বাড়ীতে একটি মুদীখানা দোকান দিয়েছিল। আলামিন হাস্যোজ্জ্বল ও সদালাপী ছিল সেজন্য এলাকার সকলে তাকে ভালো বাসতো। আলামিন দীর্ঘদিন ধরে লিভার জনিত জটিল রোগে ভুগছিল।গরীব পিতা সেরাজুল তার আদরের সন্তান আলামিনকে সুচিকিৎসার জন্য তার সাধ্যমত বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখিয়ে ছিলেন কিন্ত তার সকল চেষ্টাকে ব্যর্থ করে ঘাতক ব্যধি আলামিনের জীবন প্রদীপ নিভিয়ে অকাল মৃত্যুর কোলে টেলেদিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আলামিনের এই অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরের মানুষ তাকে দেখার জন্য বাড়ীতে আসতে থাকে। মরহুমের পিতা মাতা ভাই বোন, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে বাতাস যেন ভারী হয়ে উঠেছে এবং তারা কিছুতেই যেন আলামিনের এই অকালমৃত্যুকে মেনে নিতে পারছেনা।শনিবার বিকাল ৪টায় কলিমাখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় ঈমামতি করেন মরহুমের স্বজন মাওঃ নজরুল ইসলাম। এসময় স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মাওঃ লুৎফর রহমান সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ জানাজায় অংশগ্রহণ করেন।জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।