স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল রাতে সাতক্ষীরা মুনজিতপুরস্থ ঈদগাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। কুরআন ও হাদিসের আলোকে তিনি বলেন, মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে এটা ভাল হলে পুরা মানুষটি ভাল হয়ে যায়। এর নাম কলব। আলাহর ওলিদের সংস্পর্শে আসলে আলাহ ও রাসূলের প্রতি আনুগত্য বেড়ে যায়। আপনারা সৎপথে চলবেন। ভাল কাজ করবেন। তিনি সকলকে চরমোনাই যাওয়ার জন্য দাওয়াত প্রদান করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন ও শিক্ষা বোর্ড ঢাকা প্রশিক্ষক আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান, খুলনা বিভাগীয় মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আরিফ বিলাহ, সাতক্ষীরা জেলা মুজাহিদ কমিটির উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম, এসময়স্থানীয় ওলামায়েকেরাম ওয়াজ বয়ান করেন। মাহফিল ও হালকায়ে জিকিরে ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলার বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন সাতক্ষীরা সহ-সভাপতি মোঃ ছরোয়ার আলম ও ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ মুবাশীরুল ইসলাম তর্কী।