স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে ২৯তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আলিপুর চেকপোস্ট রাশিদা বেগম আব্দুর ছাত্তার কমপ্লেক্স ময়দানে উক্ত কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো: আব্দুর সবুরের সভাপতিত্বে ও হাফেজ মাওঃ আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ মেহমান ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মুহাদ্দিস মাওলানা আঃ খালেক, জেলা জামায়াতে আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতে আমীর উপাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রউফ, শ্যামনগর উপজেলার গাবুরা রোদেলা ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রবি, ইনসাফ হজ্ব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাও: মহিব্বুল্যাহ, সিএন্ডএফ এর সভাপতি আলহাজ্ব আবু হাসান, ভোমরা স্থল বন্দর কর্মচারী এসোসিয়েশনের সাঃ সম্পাদক নাজমুল আলম মিলন সহ সম্মানিত বিভাগীয় বিচারক মন্ডলীগন। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ১০৫টি হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা থানা পর্যায়ে বাছাইকৃত ৩০০জন ছাত্র এই কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৫টি গ্রুপে মোট ৩৫ জন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের পর্যায়ক্রমে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেন শ্যামনগর উপজেলার নূরনগর, ভবানিপুর মাদ্রাসা তুন নূরআল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ হুজাইফা। তাকে সহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।