স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের ২ লক্ষ টাকার অনুদানের পত্র অত্র বিদ্যালয় প্রধান শিক্ষকের কাজে হস্তান্তর করলেন। গতকাল বেলা সাড়ে ১১টায় প্যানেল চেয়ারম্যানের নিজস্ব কক্ষে প্রধান শিক্ষক হারান চন্দ্র হালদারের হাতে অনুদানের পত্র তুলে দেন। এসময় তরুন যুবনেতা প্যানেল চেয়ারম্যান বাবু বলেন, আ’লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আ’লীগ ক্ষমতায় থাকলে জনগনের কল্যানে কাজ করে। বাবু আরো বলেন, মহামারী করোনা কালে দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাবার পৌছে দিয়েছেন। শুধু তাই নয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষদের অর্থ সঠিক ভাবে বন্টন করেছেন। মানুষের কল্যানে কাজ করে যাবেন এ প্রত্যয় ব্যক্ত করেছেন।