বিশেষ প্রতিনিধি ॥ (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) আসনে আ’লীগ দলীয় প্রার্থীর নির্বাচন প্রস্তুতি ও বিজয়ী করার উপলক্ষ্যে কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় কৈখালী ইউনিয়ন আ’লীগের আয়োজনে পরানপুর বাজার কার্যালয়ের সামনে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজী আনিসুজ্জামান আনিস, স ম আব্দুস সাত্তার, মোঃ মোশারফ হোসেন, সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা বাংলা, মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজান সিরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক মল্লিক প্রমুখ। বক্তারা দলীয় স্বার্থে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র গঠনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলনকে বিজয়ী করতে দলের ভিতরে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ভোটারদের মন জয় করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পবিত্র কুমার মন্ডল।