বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম.বাহাউদ্দীন নাছিমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম.বাহাউদ্দীন নাছিম সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের পুর্বে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌছালে তার সাথে মতবিনিময় করেন ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স ম আব্দুর সাত্তার, শ্যামনগর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, তথ্য ও গবেষণা সম্পাদক জি এম সালাহউদ্দীন আহমেদ, যুবলীগ নেতা মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।