বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ আগষ্ট) নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থাকে মরহুমকে দাফন করা হয়। বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত আঃ রহমান মাস্টারের বড় পুত্র এটিএম আক্তারুজ্জামান (৬৫) স্ট্রোক জনিত কারনে দীর্ঘকাল অসুস্থ ছিলেন। ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ আগস্ট) রাতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার বাদ আসর স্বেতপুর সরকারি প্রাইমারী স্কুল মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান মালী, সাবেক মেম্বর আঃ করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর, বহু জন প্রতিনিধি, আলেম, হাফেজ, হাজী শিক্ষকসহ সর্বস্তরের মুসল্লি অংশ নেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।