স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ বাংলাদেশ আ’লীগের ২২তম জাতীয় কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন। বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ডাঃ সুব্রত ঘোষ বর্তমানে পাবলিক হেলথে এমপিএইচ ডিগ্রীতে অধ্যায়নরত। তিনি নিজ উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করে যাচ্ছেন। অনুরুপ ভাবে অসহায় ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ডাঃ সুব্রত ঘোষের পিতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ সাতক্ষীরার প্রবীন চিকিৎসক এবং সমাজকর্মী। ডাঃ সুব্রত ঘোষের স্ত্রী ডাঃ ইলিকা ঘোষ সাতক্ষীরা মেডিকেল কলেজ সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডাঃ সুব্রত ঘোষ বাংলাদেশ আ’লীগের ২২তম জাতীয় কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য হওয়ায় সকলের কাছে আর্শীবাদ প্রার্থী।