বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আ’লীগ নেতাকে হত্যার চেষ্টা ॥ থানায় মামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটায় আওয়ামী লীগ করায় সরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড তৈলকুপি গ্রামের ইউপি সদস্য জামাত নেতা আব্দুল হামিদ ও তার চাচাতো ভাই কাদেরের মদদে রড ও হাতুড় দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাসকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে। সরজমিনে জানা গেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তৈলকুপি গ্রামের বটতলা মাদ্রাসার পিছনে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। সন্ত্রাসীরা হল তৈলকুপি গ্রামের মজিদ সরদারের পুত্র রাইহান (২৪) ও রইস উদ্দিন সরদারের ছেলে সুমন ( ২১) অতর্কিতভাবে আলাউদ্দিনের বাড়ির গলির ভেতর থেকে বেরিয়ে সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাসকে এলো পাতাড়ি রড হাতুর দা দিয়ে পিটিয়ে ও কোপাতে থাকে। এ সময় ভুক্তভোগীর কাছে ছাগল বিক্রি করা ৫ হাজার টাকা মৃত বজলে সরদারের পুত্র মজিদ সরদার, এবং ধহফৎড়রফ মোবাইল ফোন মৃত অজিয়ার সরদারের পুত্র রইছুদ্দীন সরদার মিলে ছিনিয়ে নেয়। এ সময় শাহাবুদ্দিনের আত্মচিৎকার তার পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভুক্তভোগী শাহবুদ্দীন বিশ্বাস সাংবাদিকদের জানান তৈলকুপি গ্রামের ইউপি সদস্যও তার চাচাতো ভাই কাদেরের মততে তাদের বাহিনী দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে। এ সময় তারা বলে তুই আওয়ামী লীগ করিস দেখি তোরে আজকে ঠেকায় কে বলে মারতে থাকে। এদিকে রইসউদ্দিন এর পুত্র সুমনকে কয়েক মাস পূর্বে মাদক সেবন ও বেচাকেনা দায়ে পাটকেলঘাটার বাজার খোলা থেকে থানা পুলিশ আটক করে। এবং মজিদের পুত্রর মোটরসাইকেলে মাদক বহনের সময় মোটরসাইকেলটি পুলিশ আটক করে। এবং তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একাধিক মাছ চুরির মামলাও রয়েছে। তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের কাছে ঘটনার বিষয় জানতে চাইলে। তিনি জানান শুক্রবার সকালে শাহাবুদ্দিনকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ বিষয় ইউপির সদস্য আব্দুল হামিদের কাছে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন। আমার এখন কথা বলার সময় নেই বিচ্ছিন্ন করে দেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে, মামলা নং: ৫/১৬৮, তারিখ: ১৩/১০/২০২৩ ইং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com