কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ার বহু অপকর্মের হোতা মাওঃ আমিরুল ইসলাম বেলালীর চুড়ান্তভাবে চাকরীচ্যুতির আনুমোদন দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যলয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড সভার সিদ্ধান্ত রেজিষ্ট্রার স্বাক্ষরিত ২১/০৪/২০২৪ তারিখের এই অনুমোদন কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে। এর আগে বিভিন্ন অনিয়ম ও দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত জনিত কারণে কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ আমিরুল ইসলাম বেলালীর বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ কেন তাকে চাকরীচ্যুত করা হবে না-মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। কিন্তু এসবের সন্তোষজনক জবাব না দেওয়ায় মাদ্রাসা কতৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের আপিল এণ্ড আরবিটেশন বোর্ড তদন্ত করে সকল অভিযোগের সত্যতা পেয়ে তার চাকরিচ্যুতির নির্দেশনা প্রেরণ করে। গত ০৮/০২/২০২৪ তারিখে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আরটিটেশন বোর্ড সভায় মাওঃ আমিরুল ইসলাম বেলালীর চাকরীচুত্যির অনুমোদন প্রদান করে। উল্লেখ্য, মাওঃ বেলালী একাধিক নাশকতা মামলার আসামী। কথিত আছে হজ্ব এজেন্সী পরিচালনার নামে তার বিরুদ্ধে বহু মানুষের টাকা আত্মসাত করে দীর্ঘদিন এলাকা ছেড়ে দেশের অন্য এলাকায় ছদ্মবেশে আত্নগোপনে থেকে প্রতারণার মাধ্যমে হজ¦ যাত্রীদেরকে বিভিন্ন প্রলোভনে তার এলাকার কিছু পোষা দালালের মাধ্যমে সহজ সরল হজে¦ গমন ইচ্ছুকদের হজে¦ পাঠাচ্ছেন। তাদের যেভাবে বলে হজে¦ নিয়ে যাওয়া হচ্ছে ফিরে আসার পর পুরোটাই উল্টো বলে তারা জানাচ্ছে। তিনি অল্প দিনে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিক বনে গেছেন বলে জানা যায়। ভূমি দস্যূতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জানা যায়, কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামে জনৈক এক প্রধান শিক্ষকের জমি দখল করে বাড়ী নির্মাণেরও অভিযোগ আছে। কিছু দিন পূর্বে অবৈধ জমি দখল করার প্রমাণীত হওয়ায় তার সীমানা প্রাচীর এবং সোফ ট্যাং ভাঙার নির্দেশনা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সভার নামে উস্কানীমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেফতারও করা হয়। এ সকল অপকর্মের বিষয়ে জানতে বেলালীর ব্যবহারিত মোবাইল নম্বরে যোগাযোগ করলে সেটা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ১৪ বছর যাবৎ তিনি প্রতিষ্ঠানে অনাপুস্থিত থাকায় আরবী বিশ^বিদ্যালয় তার বিরুদ্ধে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।