পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার দেলুটি আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন রোববার বিকাল ৩ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসকে সাহিদুর রহমান সাইদ সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার, অভিভাবক সদস্য সাগর সরকার, সুদীপ্ত কান্তি মন্ডল, অলোক বিশ^াস, হযরত আলী গাজী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জয়ন্তী মাঝি, শিক্ষক প্রতিনিধি রনজিৎ কুমার সরকার, শেখ মতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি বনশ্রী বল। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্কিী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি বিদ্যুৎ বিশ^াস, সাবেক প্রধান শিক্ষক সুভাষ বিশ^াস ও সহকারী প্রধান শিক্ষক সুকুমার বিশ^াস।