বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

আলোকিত প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দৈনিক আলোকিত প্রতিদিনের ৬ বছর পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে শহরে অদূরে তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে আলোকিত প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপারেশন) কনক কুমার দাশ, ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা, কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেজুতি, সদর থানার ওসি সম কাইয়ূম, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন। বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে দুর্নীতি ও উন্নয়ন দুটোই লিখতে হবে। সাংবাদিকদের সৎ ও সাহসী হতে হবে। এই পত্রিকাটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা। এই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৈখালি ইউনিয়ন আ’লীগের সভাপতি রেজাউল করিম, সাংবাদিক আকরামুল ইসলাম, খান নাজমুল হুসাইন, হাসান গফুর, সাইফুল আযম খান মামুন, আবির হোসেন লিয়ন, সরদার ইমরান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক জনতার শ্যামনগর প্রতিনিধি এম কামরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com