সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

আল-হিলালে যোগ দিলেন কুলিবালি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: চেলসি থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালি। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ৩৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে গত বছর নাপোলি থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন কুলিবালি। যদিও ১২তম স্থানে থেকে লিগ শেষ করা চেলসির হয়ে নিজেকে মানিয়ে নিতে পারেননি ৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। ১৯৯৪ সালের পর সবচেয়ে বাজে পজিশনে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে চেলসি। এক বিবৃতিতে চেলসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘কালিদু কুলিবালি সৌদি পেশাদার লিগের ক্লাব আল-হিলালের সাথে স্থায়ী চুক্তি করায় চেলসি ছেড়ে চলে যাচ্ছেন। স্ট্যামফোর্ড ব্রীজে মাঠ ও মাঠের বাইরে তার অবদানের জন্য চেলসি ধন্যবাদ জানাতে চায়। ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য কালিদুর প্রতি শুভকামনা রইল। নিজ দেশের ফুটবলের উন্নতির লক্ষ্যে তেল সমৃদ্ধ ধনী দেশ হিসেবে সৌদি আরব তাদের পেশাদার লিগে চড়া মূল্যে একের পর এক শীর্ষ ইউরোপিয়ান লিগের খেলোয়াড়দের সাথে চুক্তি করছে। জানুয়ারিতে আল নাসরেতে যোগ দিয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা ও ফরাসি বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এন’গোলো কান্তে চেলসি থেকে স¤প্রতি আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন। সৌদি বিনিয়োগ থেকে হয়তোবা আরো কিছু লাভের আশায় খেলোয়াড় ছেড়ে দিতে রাজি চেলসি, এমন ইঙ্গিতই পাওয়া গেছে। গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির সাথে আল-আহলির যোগাযোগের গুঞ্জন রয়েছে। মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েচ আল-নাসরে যোগদানের দ্বারপ্রান্তে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com