বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা পর্যায়ে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, সহকারী প্রকৌশলী রবিউল ইসলামসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রকল্পের কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।