আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে মৎস্য, কৃষি ও প্রাণি সম্পদ বিভাগের বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনির কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম তৌহিদুজ্জামান। টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পকল্প সমন্বয়কারী মোঃ হুমায়ূন কবির। অনুষ্ঠানে কুল্যা, কাদাকাটি, বড়দল ও খাজরা ইউনিয়নের ২০ জন প্রান্তিক খামারি সহ প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।