বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে মৎস্য দপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার বিকালে অভিযান পরিচালনা করা হয়। খোলপেটুয়া নদীতে দীর্ঘদিন মাছ ধরার সাথে জড়িতরা অবৈধ ভাবে নদীতে নেট জাল ফেলে রেনুপোনা ধরে আসছে। ফলে একদিকে সরকারি নির্দেশ অমান্য করা হচ্ছে, অপরদিকে নদীর বিভিন্ন প্রজাতির মাছের রেণুপোনা ধ্বংস করা হচ্ছে। সে কারণে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে নদী হতে ৩টি অবৈধ নেট জাল আটক করেন। পরে সকলের সম্মুখে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।