বিশেষ প্রতিনিধি \ পবিত্র মাহে রমজান উপলক্ষে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের হাঁড়ীভাঙ্গায় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বৃষ্টি বিউটি পার্লারের পরিচালক সেলিনা পারভীন এর সৌজন্যে ও অর্থায়নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণকালে হাঁড়ীভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মনিরুল ইসলাম, সাংবাদিক সাগর হোসেন, বৃষ্টি বিউটি পার্লারের পরিচালক সেলিনা পারভীনের পিতা আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান (মাবু) প্রমূখ উপস্থিত ছিলেন। উলেখ্য, বিগত দিনেও সেলিনা পারভীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনেক প্রশংসা কুড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় অসহায় রোজাদার ব্যক্তিরা যেন পবিত্র রমজান মাসে ভালোভাবে ইফতার করতে পারে সেজন্য তিনি এ ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। এদিকে, তার দেওয়া এই ইফতার সামগ্রী পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।