আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনা বাহিনীর মেজর মারুফ, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর সিদ্দিক, এম এম হোসেনুজ্জামান, মাহবুবুল হক ডাবলু, দিপংকর বাছাড় দিপ, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, শিক্ষক আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মহেশ্বরকাটি মৎস্য সেটে সওজ এর জমিতে ছাবড়া দোকান বেঁধে ব্যবসাকারী ৬ জনকে উচ্ছেদের ষড়যন্ত্র, পয়ঃ নিস্কাশনে সমস্যা হতে পারে এমন খাল ডিসিআর না দেওয়া, সড়কের পাশের ঘের মালিকদের সড়কে মাটি দেয়া, মোবাইলে খতিকর খেলায় জড়িয়ে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টিকারীদের রুখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।