আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপির উদ্যোগে ৩ ইউনিয়নে পৃথক পৃথক মতবিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন ৩টির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গমন ও মতবিনিময় করেন তারা। উপজেলা বিএনপি’র আহবায়ক স ম হেদায়েতুল ইসলামেরর নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীদের অংশ গ্রহনে আশাশুনি সদর, বড়দল ও কাদাকাটি ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় করা হয়। বিভিন্ন স্থানে মতবিনিময়কালে উপজেলা বিএনপির আহ্বায়ক হেদায়েতুল ইসলাম বলেন, দলের কোন নেতাকর্মী কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায় ভার নেবে না। কারো প্রতি কোন গোষ্ঠী বা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা কঠোর হাতে দমন করা হবে। আইন শৃংখলা রক্ষায় খুন-জখম, লুটপাট, ভাংচুর, অগ্নিকান্ড ঘটতে দেওয়া যাবে না। কোন অন্যায়কারী দলের যতবড় নেতা হোক না কেন ছাড় দেয়া হবে না। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মশিউল হুদা তুহিন, যুগ্ম-আহবায়ক আব্দুল আলিম, আজহারুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপি’র সদস্য আরিফুল ইসলাম বকুল, রবিউল ইসলাম, বড়দল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজহারুল ইসলাম আজগার মোড়ল, কাদাকাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তুহিনউল্লাহ তুহিন, সদস্য সচিব ডাক্তার টুকু, সদস্য জহির উদ্দিন, বড়দল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদ কামরুল হাসান, সদস্য রেজাউল করিম গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল সরদার, সদস্য সাহেব আলী প্রমুখ।