আশাশুনি প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের এবং দেশ ত্যাগের পর আশাশুনি উপজেলার প্রতাপনগরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হামলা, গুলি বর্ষণের ঘটনায় ২ জন নিহত হয়। উত্তেজিত মিছিলকারীরা সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং বিক্ষুব্দ জনতার পিটানিতে সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ ৬জন নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর জানার পর এবং সেনা বাহিনী প্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ শোনার পর ইউনিয়নের জনগণ আনন্দ মিছিল বের করে। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে নাকনা গ্রামে ঢুকে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এসময় কিছু উৎসুক জনতা তার বাড়িতে আক্রমন করলে দ্বিতল ভবনের জানালা দিয়ে উপর্যুপরি গুলি বর্ষণ করলে মিছিলকারীদের ২ জন ঘটনাস্থলে নিহত হয় বলে স্থানীয় একাধিক সূত্রে জানাযায়। নিহতরা হলেন কুড়িকাহুনিয়া গ্রামের অরেজ আলী মোড়লের ছেলে হাফেজ আনাছ বিল্লাহ (১৭), কল্যানপুর গ্রামের নূর হোসেন ঘরামির ছেলে আদম (১৬)। এছাড়া ১৫ জন গুলিবিদ্ধ ও বিভিন্ন ভাবে আহত হয়েছে। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে গণ পিটুনি দিলে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন নিহত হন। এসময় তার সাথে থাকা আরও ৫ জন মারা গেছে বলে একই সূত্রে জানাগেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত হাজার হাজার মানুষের ঢল ছিল সেখানে। এছাড়া উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল, সরকারি কলেজ গেটে শেখ রাসেল ল্যাবের সাইনবোর্ড, গুনাকরকাটি বাজারে বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ, গাবতলা আওয়ামীলীগ অফিস ও প্রাথমিক বিদ্যালয় গেটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।