শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল হাসান, সিনিয়র মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) সন্ন্যাসী মন্ডল। “প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। সবশেষে আইডিয়াল সংস্থার সহযোগিতায় ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে দুই মাসের এক্সট্রা কোচিং ফি বাবদ ৬০০ টাকা করে সর্বমোট ৩৬ হাজার টাকা বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com